আর শুভালক্ষ্মীর পানিপড়া তুলে নিয়ে শিকারী
নেমেছে কাঁধে নিয়ে জলের শায়ক;
কতকাল রান্নাঘর জমে নি মৌঁ-মৌঁ গন্ধে মায়াহরিণের কলজে,
হয় নি চক্ষুজলনোনতা মদের উৎসব।
বসন্ত এসে গেছে অনেক কাল আগে,
এখন শুধু বেড়ে উঠার সময়।
শিকারী যায় নিঃশব্দিক জলপালকী পদক্ষেপ - মায়াহরিণের সীমানায়;
ইদানীং সেয়ানে সেয়ানে - লড়াই করে তবেই জয়।
নম্রতার পবিত্রতা নিয়ে আসে দৃশ্যাবলী
দূরতলে মায়াহরিণের ছায়ানদ,
শিকারী এগোয় নিশ্চুপ, আগামী পূর্ণিমায় উৎসব- কলজে চায় লকলকে।
একলা পড়ে থাকে ধারালো সময়বীজ বুকে নিয়ে
মায়াহরিণের কাছে শিকারীর অগণন পরাজয়চিহ্ন।
মূল-পোস্ট: সামহয়্যার-ইন-ব্লগ
No comments:
Post a Comment