১
পশ্চিমা দেশগুলো বিজ্ঞানে অনেক এগিয়ে থাকার একটি অন্যতম কারণ হচ্ছে যে সাম্প্রতিক গবেষণার ফলাফল বিজ্ঞানি, শিক্ষার্থী, গবেষক ইত্যাদি জনের কাছে দ্রুত পৌঁছে দিতে পারার ক্ষমতা, ফলে বিশ্লেষণ, গবেষণার বিস্তৃতি ইত্যাদি দ্রুত ঘটে। এর জন্য বিভিন্ন গবেষণাকেন্দ্র ও বিশ্ববিদ্যালয় মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে প্রতি বছর। তবে এই ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরণের জার্নালের সাবস্ক্রিপশন নেয়ার সামর্থ্য নেই, দেখা যায় যে গবেষণা করার চেয়ে জার্নালের পেছনে খরচ বেশি হয়ে থাকে ক্ষেত্রবিশেষে! অথচ বিজ্ঞানি ও গবেষকরা নিজেরা গবেষণা করে, নিজেরা রিভিউ করে, নিজে লিখে দেখে শুনে এইসব গবেষণা বিভিন্ন জার্নালে প্রকাশ করলে-ও লাভের অংকটা পায় জার্নালের প্রকাশকরা, এবং তারা গবেষকদের উপরে কপিরাইট আইন প্রয়োগ করে! পুরো হেজোমনি ব্যাপার। ব্যাপারটা যেনো এইরকম যে প্রকাশকরা জ্ঞানকে পুঁজি করে ব্যবসা করছে। এতো গেলো এদিকের কথা।