সেন্ত-রেমি হচ্ছে ক্যুবেকের একটি ছোট্ট শহর, মাত্র ৭৮.৮ বর্গকিমি, ২০১১ সালের পরিসংখ্যান অনুসারে জনসংখ্যা মাত্র ৭ হাজার। ক্যুবেকের অন্যান্য শহরের মতো এই মফস্বল শহর ঘিরে আছে বনাঞ্চল, লেক ইত্যাদি, আর নিবিড় সব বাড়িঘর। তবে এই শহরের বিশেষত্ব হচ্ছে এখানে একটি বিদ্যুৎ কোম্পানির পাঁচটি স্টেশন রয়েছে বায়ুশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের, এই বিদ্যুৎ আশপাশের আরো পাঁচটি মফস্বলের বিদ্যুৎ চাহিদার কিছুটা পূরণ করে। আমরা দেখতে গেলাম মূলত এই বিদ্যুৎ উৎপাদনের টারবাইনগুলো।
ভূট্টা, গম, বার্লি ইত্যাদি খেতের মাঝখানে, বিশাল আকৃতির টারবাইন বসানো, পতঙ্গের প্রতি মাকড়সার নাছোড়বান্দা লোভের মতো অবিরাম ঘুরছে, ঘুরছে এইসব ব্লেইড, কাটছে বাতাস, যেনো সম্মোহনী জাদুঘরের হাতের দিকে তাকিয়ে থাকার মতো, মনে হয় যেনো এইবার থামবে, না, থামে না, ঘুরে, ঘুরে।
ভূট্টা, গম, বার্লি ইত্যাদি খেতের মাঝখানে, বিশাল আকৃতির টারবাইন বসানো, পতঙ্গের প্রতি মাকড়সার নাছোড়বান্দা লোভের মতো অবিরাম ঘুরছে, ঘুরছে এইসব ব্লেইড, কাটছে বাতাস, যেনো সম্মোহনী জাদুঘরের হাতের দিকে তাকিয়ে থাকার মতো, মনে হয় যেনো এইবার থামবে, না, থামে না, ঘুরে, ঘুরে।