সেন্ত-রেমি হচ্ছে ক্যুবেকের একটি ছোট্ট শহর, মাত্র ৭৮.৮ বর্গকিমি, ২০১১ সালের পরিসংখ্যান অনুসারে জনসংখ্যা মাত্র ৭ হাজার। ক্যুবেকের অন্যান্য শহরের মতো এই মফস্বল শহর ঘিরে আছে বনাঞ্চল, লেক ইত্যাদি, আর নিবিড় সব বাড়িঘর। তবে এই শহরের বিশেষত্ব হচ্ছে এখানে একটি বিদ্যুৎ কোম্পানির পাঁচটি স্টেশন রয়েছে বায়ুশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের, এই বিদ্যুৎ আশপাশের আরো পাঁচটি মফস্বলের বিদ্যুৎ চাহিদার কিছুটা পূরণ করে। আমরা দেখতে গেলাম মূলত এই বিদ্যুৎ উৎপাদনের টারবাইনগুলো।
ভূট্টা, গম, বার্লি ইত্যাদি খেতের মাঝখানে, বিশাল আকৃতির টারবাইন বসানো, পতঙ্গের প্রতি মাকড়সার নাছোড়বান্দা লোভের মতো অবিরাম ঘুরছে, ঘুরছে এইসব ব্লেইড, কাটছে বাতাস, যেনো সম্মোহনী জাদুঘরের হাতের দিকে তাকিয়ে থাকার মতো, মনে হয় যেনো এইবার থামবে, না, থামে না, ঘুরে, ঘুরে।
যার চোখে ফুটে থাকে রাতফুল
হাত পেতে নেয় সে ক্ষমাহীন ভুল
তার কাছে সুখের উৎস এই জেনেছি হয়তো প্রবাদ
সে আমার চোখে জাগে একলা শালিখের অবসাদ
গাড়ি দুর্ঘটনায় সারা পৃথিবীতে প্রতিবছর যতো মানুষ
মারা যায় তাদের একাংশের প্রতি সমবেদনা অনুভব
করি তোমার প্রস্থানের স্মরণে; ভাবি তাদের একজন
হয়তো আমার মতো, স্বার্থপর জেব্রার কাছে ফেলে
এসেছে ঘাসের লীন দিন।
প্রতীক্ষা
সন্ধ্যা হবে বলে তুমি দিগন্তের অস্পষ্টতা
হাতের কাঁকন তোমার
তুমি ও প্রকৃতি
নাম না জানা ফুল
শামুক
মাঠের কুয়াশায় তুমি রাতের ঝরা পালক
ভূট্টা, গম, বার্লি ইত্যাদি খেতের মাঝখানে, বিশাল আকৃতির টারবাইন বসানো, পতঙ্গের প্রতি মাকড়সার নাছোড়বান্দা লোভের মতো অবিরাম ঘুরছে, ঘুরছে এইসব ব্লেইড, কাটছে বাতাস, যেনো সম্মোহনী জাদুঘরের হাতের দিকে তাকিয়ে থাকার মতো, মনে হয় যেনো এইবার থামবে, না, থামে না, ঘুরে, ঘুরে।
যার চোখে ফুটে থাকে রাতফুল
হাত পেতে নেয় সে ক্ষমাহীন ভুল
তার কাছে সুখের উৎস এই জেনেছি হয়তো প্রবাদ
সে আমার চোখে জাগে একলা শালিখের অবসাদ
লেকের
জলে বৈঠার শব্দের বেমানানতার মতো
ইতস্তত
মনে পড়ে যায় তাকে ঘিরে স্মৃতি
মনে হয়
যশ রূপ কৃতি দিয়ে মানুষ সময়কে
প্রমাণ
করতে
চায়, যেহেতু
মানুষ মূলত একটি প্রমাণহীন জীবন
যাপন
করে সময়ের রূঢ় মহাসমুদ্রে; পারকিনসনের রোগীর
পুরানো
বন্ধুকে জড়িয়ে ধরার মতো ব্যর্থ তার স্মৃতি মুছে
ফেলার
প্রয়াস।
গাড়ি দুর্ঘটনায় সারা পৃথিবীতে প্রতিবছর যতো মানুষ
মারা যায় তাদের একাংশের প্রতি সমবেদনা অনুভব
করি তোমার প্রস্থানের স্মরণে; ভাবি তাদের একজন
হয়তো আমার মতো, স্বার্থপর জেব্রার কাছে ফেলে
এসেছে ঘাসের লীন দিন।
প্রতীক্ষা
সন্ধ্যা হবে বলে তুমি দিগন্তের অস্পষ্টতা
হাতের কাঁকন তোমার
তুমি ও প্রকৃতি
নাম না জানা ফুল
শামুক
মাঠের কুয়াশায় তুমি রাতের ঝরা পালক
No comments:
Post a Comment