১
মনে করুন যে আপনাকে ৩০ বছর পরে "জাগিয়ে" তোলা হলো। পৃথিবী ঢের পাল্টে গেছে, সেইসব চেনা রাস্তাঘাট, স্মৃতির রোদ্দুরে হঠাৎ ঝলকে ওঠা মুখগুলো অস্পষ্ট, আপনি নিজে-ও প্রচুর পাল্টে গেছেন ততোদিনে, মুখে বয়েসের বলিরেখা; তবুও এই জেগে ওঠা অনেক কাম্য, জীবন যেকোনো পর্যায়েই আকাঙ্ক্ষার।
এই চলচ্চিত্রটি "জেগে ওঠার" গল্প। এবং জেগে ওঠার পরের অভূত সম্ভাবনার গল্প।