১
ভালবাসা পাপ হয়ে গিয়েছে, অভিযোগের ডানায় জল মেখে; প্রাচীন লোমে বেহদ্দ মন ঢেলে। ভালবাসা কৈতর পালে- বাকবাকুম নাচে চোখের পাপোশ কার্নিসে।
২.
পুড়ে যাবার চেতনা নিয়ে দাঁড়িয়ে থাকে এক বর্ণহীন সবুজ -
অমোঘ কোরাস গায় বোবা ভাষা; পুড়ে পুড়ে যাবে
তবুও জল ভিক্ষে দিয়ে যায় কেউ কেউ।
৩.
সবিতার আশ্চর্য সন্তান হয়েছে- জল খায়, দুধ খায়; খাবার পান করে
সবিতার দিনরাত্রি সুখে নেই একরত্তি।
৪.
ঈশ্বর, জ্বলে তোমার অনেকখানি? আমার বুক রোদ্দুর হয়নি এখনো-
জলে নামব আমি, গচ্ছিত ইবাদত ফিরিয়ে দাও।
৫-১.
ভালবাসা পাপ হয়ে গিয়েছে, অভিযোগের ডানায় জল মেখে; প্রাচীন লোমে বেহদ্দ মন ঢেলে। ভালবাসা কৈতর পালে- বাকবাকুম নাচে চোখের পাপোশ কার্নিসে।
ভালবাসা পাপ হয়ে গিয়েছে, অভিযোগের ডানায় জল মেখে; প্রাচীন লোমে বেহদ্দ মন ঢেলে। ভালবাসা কৈতর পালে- বাকবাকুম নাচে চোখের পাপোশ কার্নিসে।
২.
পুড়ে যাবার চেতনা নিয়ে দাঁড়িয়ে থাকে এক বর্ণহীন সবুজ -
অমোঘ কোরাস গায় বোবা ভাষা; পুড়ে পুড়ে যাবে
তবুও জল ভিক্ষে দিয়ে যায় কেউ কেউ।
৩.
সবিতার আশ্চর্য সন্তান হয়েছে- জল খায়, দুধ খায়; খাবার পান করে
সবিতার দিনরাত্রি সুখে নেই একরত্তি।
৪.
ঈশ্বর, জ্বলে তোমার অনেকখানি? আমার বুক রোদ্দুর হয়নি এখনো-
জলে নামব আমি, গচ্ছিত ইবাদত ফিরিয়ে দাও।
৫-১.
ভালবাসা পাপ হয়ে গিয়েছে, অভিযোগের ডানায় জল মেখে; প্রাচীন লোমে বেহদ্দ মন ঢেলে। ভালবাসা কৈতর পালে- বাকবাকুম নাচে চোখের পাপোশ কার্নিসে।
No comments:
Post a Comment