Tyrannosaurus rex ছিলো ভূমিতে বসবাসকারী বড় শিকারি ডাইনোসর। Jurassic Park চলচ্চিত্র দেখে আমাদের ধারণা হয়ে থাকতে পারে যে (আমিও তাই জানতাম) ওরা অনেক দৌড়াতে পারতো, শিকার ও চলাচলের জন্য। তবে নতুন গবেষণা মতে, তারা দৌড়াতে পারতো না, দৌড়ানোর চেষ্টা করলে বরং তাদের পায়ের হাড় ভেঙে যেতো।
অর্থাৎ ফলাফল মতে তারা উচ্চ গতির অভিযানকারী শিকারী ছিলো না, এবং সম্ভবত এটি অ্যামবুশের মাধ্যমে অথবা ধীরে ধীরে অন্যান্য কম-অ্যাথলেটিক ডাইনোসরগুলির সাথে হালকা ধাওয়া করে শিকারকে হত্যা করতো।
ম্যানচেস্টার ইউনিভার্সিটির গবেষকরা এই ৭ টন ডাইনোসরের বিভিন্ন গতি এবং চলাচলে তার কঙ্কালের উপর লোড হিসাব করার জন্য একটি বিস্তারিত শারীরিক কম্পিউটার মডেল তৈরি করেন। তারা দেখেন যে দৌড়ানো, অর্থাৎ ভূমি থেকে একই সাথে দুটি পা উপরে তুলে দ্রুত চলাচল করতে গেলে তাদের হাড় ভেঙে যেত। PeerJ নামক উন্মুক্ত গবেষণা জার্নালে গবেষণা প্রকাশিত হয়েছে।
No comments:
Post a Comment