গান: অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
===================
বিকেলের আনাগোনা একটি পথে হারায়
অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
চাপা স্বভাবে কমল নীরবে কী বলা যায়
জানাতে গেলে-ও না জানার দোলায়
ঝুলে থাকি ভ্রান্তি নিয়ে কেয়াবনে পথ হারানো
অন্য খোঁপায় তবে বিকেল না হয় মনমাড়ানো
একটি তারা ঘুমিয়ে পড়বে একা
একটি তারা তার চোখের পাহারা
একটি চাঁদ লুটিয়ে আসবে বাঁকা
একটি চাঁদ বিহারে জোছনাধারা
হাত চলকে টেবিলে কফি পড়ে গেল খানিক
ঠোঁট চলকে কয়েকটি চুম্বন
শুধু বিকেলটুকু তোমার তারে বাঁধা অনেক
খোঁপা ও বিকেল যেন তারগ্রহণ
১২/১/২০১০
মূল-পোস্ট: সচলায়তন
======================
যারা যারা গানটি শুনতে আগ্রহ প্রকাশ করেছিলেন তাদের জন্য একটি সংবাদ রয়েছে।
রাহিন হায়দার এটিতে সুরারোপ করেছেন। শুনতে এখানে গুঁতো দিন।
সুর, সংগীত ও শিল্পী: রাহিন হায়দার
আগ্রহী ব্যক্তিরা এই পোস্টটি ও এখানে টু মারতে পারেন। স্মরণীয় যে এটি ডেমো সংস্করণ।
===================
বিকেলের আনাগোনা একটি পথে হারায়
অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
চাপা স্বভাবে কমল নীরবে কী বলা যায়
জানাতে গেলে-ও না জানার দোলায়
ঝুলে থাকি ভ্রান্তি নিয়ে কেয়াবনে পথ হারানো
অন্য খোঁপায় তবে বিকেল না হয় মনমাড়ানো
একটি তারা ঘুমিয়ে পড়বে একা
একটি তারা তার চোখের পাহারা
একটি চাঁদ লুটিয়ে আসবে বাঁকা
একটি চাঁদ বিহারে জোছনাধারা
হাত চলকে টেবিলে কফি পড়ে গেল খানিক
ঠোঁট চলকে কয়েকটি চুম্বন
শুধু বিকেলটুকু তোমার তারে বাঁধা অনেক
খোঁপা ও বিকেল যেন তারগ্রহণ
১২/১/২০১০
মূল-পোস্ট: সচলায়তন
======================
যারা যারা গানটি শুনতে আগ্রহ প্রকাশ করেছিলেন তাদের জন্য একটি সংবাদ রয়েছে।
রাহিন হায়দার এটিতে সুরারোপ করেছেন। শুনতে এখানে গুঁতো দিন।
সুর, সংগীত ও শিল্পী: রাহিন হায়দার
আগ্রহী ব্যক্তিরা এই পোস্টটি ও এখানে টু মারতে পারেন। স্মরণীয় যে এটি ডেমো সংস্করণ।
No comments:
Post a Comment