সন্তর্পণে তুমি গোসলঘরের কপাটে খিড়কী লাগাও, আমার শরীর ভেজাতে একলা প্রিয়,
জলদি নাই কোন পাতা পতনের, সাংসারিক শ্লোকের সুর
পাল্টাতে।
মোমবাতির কাঁখে আঙুলের কর ছুঁয়ে সাজিয়েছি সন্ধ্যা,
টেবিলে বিয়াপক বৈরাগ্য
পিছনে নাচে সৃষ্টিস্বর একলা তালে;
শয্যাভূমে সবুজখাকিস্তন
বৃষ্টির কোষ বিকিকিনি দিয়ে আমি বহুদিন চেয়েছি একসরল ঘুম
স্নানঘরের আধটুকু জানালা!
স্নানঘরের পর্দায় কেবল কিছু মৌলিক দাগ।
১০/০৬/২০০৯
জলদি নাই কোন পাতা পতনের, সাংসারিক শ্লোকের সুর
পাল্টাতে।
মোমবাতির কাঁখে আঙুলের কর ছুঁয়ে সাজিয়েছি সন্ধ্যা,
টেবিলে বিয়াপক বৈরাগ্য
পিছনে নাচে সৃষ্টিস্বর একলা তালে;
শয্যাভূমে সবুজখাকিস্তন
বৃষ্টির কোষ বিকিকিনি দিয়ে আমি বহুদিন চেয়েছি একসরল ঘুম
স্নানঘরের আধটুকু জানালা!
স্নানঘরের পর্দায় কেবল কিছু মৌলিক দাগ।
১০/০৬/২০০৯
No comments:
Post a Comment