পার্শ্ববর্তী দৃশ্যাবলি থেকে মুখ ফিরিয়ে দেখেছি আগামীকাল,
তরমুজের লাললাল পান করেছি বিচি রেখে পাশে
বিচির ভিতর ছিল তিনটি সন্তান নিরাভরণ;
বাতাস কেটে কেটে চলে গিয়েছি কালিডাঙা
কালিডাঙার 'পরে ভোরশালিক দেখে লুটোপুটি খায় সন্তান
সন্তানের চোখে শিকিপাখা বিদ্যার ময়দান।
২৫/০৫/২০০৯
নাচঘর
জাতিস্মর আলোকবন আছড়ে পড়ে ঘুঙুরনৌকায়
এপাশের দেয়ালে কিছু নাই, অথচ কী অভিনব চিরহরিৎপর্দা;
রৌদ্রবৃক্ষ ও জোছনাপক্ষী এসেছে আজ চুপটাপ
নাচঘরে শূন্যতার দ্বিসাইকেল চলে বৃত্তিক ট্র্যাক ধরে।
আমি তাঁদের চিনতাম- যারা ভেসে গিয়েছিল পশলা পশলা
দেয়ালের ভাঁজে আমার সহ্য হয় না মাংশদাঁত
০৬/০৪/২০০৯
বাতাস কেটে কেটে চলে গিয়েছি কালিডাঙা
তরমুজের লাললাল পান করেছি বিচি রেখে পাশে
বিচির ভিতর ছিল তিনটি সন্তান নিরাভরণ;
বাতাস কেটে কেটে চলে গিয়েছি কালিডাঙা
কালিডাঙার 'পরে ভোরশালিক দেখে লুটোপুটি খায় সন্তান
সন্তানের চোখে শিকিপাখা বিদ্যার ময়দান।
২৫/০৫/২০০৯
নাচঘর
জাতিস্মর আলোকবন আছড়ে পড়ে ঘুঙুরনৌকায়
এপাশের দেয়ালে কিছু নাই, অথচ কী অভিনব চিরহরিৎপর্দা;
রৌদ্রবৃক্ষ ও জোছনাপক্ষী এসেছে আজ চুপটাপ
নাচঘরে শূন্যতার দ্বিসাইকেল চলে বৃত্তিক ট্র্যাক ধরে।
আমি তাঁদের চিনতাম- যারা ভেসে গিয়েছিল পশলা পশলা
দেয়ালের ভাঁজে আমার সহ্য হয় না মাংশদাঁত
০৬/০৪/২০০৯
বাতাস কেটে কেটে চলে গিয়েছি কালিডাঙা
No comments:
Post a Comment