এক দুপুরে লেখা খণ্ডিত ছয়টি
০২/০৬/২০০৯
----------------------------------
মেয়েটি নিশিন্দাকাঁকাল
বালিগন্ধ চক্ষুসূর্যে নেমে আসে রোদনশস্যপ্লাবন
একটি নিশিন্দা কাঁপে বেধড়ক,
নিশিন্দার পরনে শাড়ি সবুজ;
শাড়ির ভাঁজে লেগেছে গতকালের মৃগাঙ্ক
তাতে একটি মেয়ে ও এক ফোঁটা বৃষ্টিপক্ষি।
মেয়েটি নিশিন্দাকাঁকাল
-----------------------------------------------
অমরতার মন্দির
ফালিফালি লাবণ্য নিয়ে বসেছি সায়াহ্ন
হিমশুভ্রা সাকিন, আমি চুষিকাঠিস্তন ও
কটকটিআঙুল নিতে এসেছি থাক থাক;
তোমার শরীর-বৃষ্টি আর মীনগান কেবল
অমরতার মন্দির।
--------------------------------------------
পুনজন্ম
আমি মরে গিয়ে তুই হয়ে যাব
মৃতঘাসে খুনপাপ করে আসব আমার নবান্নশরীর
-----------------------------------------------------
বিকালের অপেক্ষায়
মিনিটের কাঁটায় লেগে থাকে অপেক্ষার অন্ন
বিনুনি সাঙ্গোপাঙ্গ লকলকে সাঁচি।
সব ছুঁয়ে তোমার পশলা পশলা- ছইয়ের ডাঁই
চিনতে শিখেছি আমি পাতিপাতি!
----------------------------------------------------
ছায়ানদী
আমার শহরের পাশে একটা নদী আছে, দুইটা নদ; তিনটি নদী আছে হাতের রেখাবিছানার সখী
আমার শহরে অ্যাকটা ছায়া আছে, দু'টি ছায়াপড়শী; তিনটি ছায়াপুরাণ আছে বিকালের বাতিসাপ
আমার শহরে ছায়ানদী বা নদীছায়া নেই যমজ
-------------------------------------------------------------------------------
রোদেলা তুমি
রোদ আমায় ভালবাসে চুপচাপ তাই রোদস্রোতে শরীর কাটি,
বৃষ্টির চোখ থেকে শাঁস নিয়ে আঙুলের করে গোপন রাখি
রোদ ও বৃষ্টি আমায় পিরিত করে লেপ্টে থাকে বৈশাখ-শাওন
আমি যেমন ছায়ালেপ্টে থাকি তুমি।
------------------------------------------------------------------
০২/০৬/২০০৯
----------------------------------
মেয়েটি নিশিন্দাকাঁকাল
বালিগন্ধ চক্ষুসূর্যে নেমে আসে রোদনশস্যপ্লাবন
একটি নিশিন্দা কাঁপে বেধড়ক,
নিশিন্দার পরনে শাড়ি সবুজ;
শাড়ির ভাঁজে লেগেছে গতকালের মৃগাঙ্ক
তাতে একটি মেয়ে ও এক ফোঁটা বৃষ্টিপক্ষি।
মেয়েটি নিশিন্দাকাঁকাল
-----------------------------------------------
অমরতার মন্দির
ফালিফালি লাবণ্য নিয়ে বসেছি সায়াহ্ন
হিমশুভ্রা সাকিন, আমি চুষিকাঠিস্তন ও
কটকটিআঙুল নিতে এসেছি থাক থাক;
তোমার শরীর-বৃষ্টি আর মীনগান কেবল
অমরতার মন্দির।
--------------------------------------------
পুনজন্ম
আমি মরে গিয়ে তুই হয়ে যাব
মৃতঘাসে খুনপাপ করে আসব আমার নবান্নশরীর
-----------------------------------------------------
বিকালের অপেক্ষায়
মিনিটের কাঁটায় লেগে থাকে অপেক্ষার অন্ন
বিনুনি সাঙ্গোপাঙ্গ লকলকে সাঁচি।
সব ছুঁয়ে তোমার পশলা পশলা- ছইয়ের ডাঁই
চিনতে শিখেছি আমি পাতিপাতি!
----------------------------------------------------
ছায়ানদী
আমার শহরের পাশে একটা নদী আছে, দুইটা নদ; তিনটি নদী আছে হাতের রেখাবিছানার সখী
আমার শহরে অ্যাকটা ছায়া আছে, দু'টি ছায়াপড়শী; তিনটি ছায়াপুরাণ আছে বিকালের বাতিসাপ
আমার শহরে ছায়ানদী বা নদীছায়া নেই যমজ
-------------------------------------------------------------------------------
রোদেলা তুমি
রোদ আমায় ভালবাসে চুপচাপ তাই রোদস্রোতে শরীর কাটি,
বৃষ্টির চোখ থেকে শাঁস নিয়ে আঙুলের করে গোপন রাখি
রোদ ও বৃষ্টি আমায় পিরিত করে লেপ্টে থাকে বৈশাখ-শাওন
আমি যেমন ছায়ালেপ্টে থাকি তুমি।
------------------------------------------------------------------
No comments:
Post a Comment