গান: ঘুমিয়ে পড়ো মনোলোভা
তোমার বুকের কম্পন শুনি
কোনো জোড়া নদীর স্পন্দন
এখনো ভোর ছয়ের অধিক বাজে নি
তোমার নিঃশ্বাসে নদী গুনি
পাহাড়-বেদনা জানে প্রপাত
এখনো সূর্যের হাসি রোদ সাজে নি
ঘুমাও, ঘুমিয়ে পড়ো মনোলোভা, স্বপ্নের মিছিলে আমার পাশে
নির্মল প্রভা, দেখো নির্ভরতার বকুল ফুটে আছে
ঘুমাও, ঘুমিয়ে পড়ো মনোলোভা, অনাগত দিনের স্রোতে ভেসে
তোমাকে নিয়ে যাবে নোতন রৌদ্র-ভোরের কাছে
দিনের পর দিন
অনিদ্রার পাহারা তোমার চারিধারে
অব্যক্ত কথা, স্মৃতির ঋণ
টেনে নিচ্ছে তোমায় অতল গহ্বরে
শুধু নিজেকে নিজের মাঝে ছড়িয়ে দিলে
মনের সীমান্তে কোনো রেখা নেই জানা আছে
জীবনের নিষ্পেষণ
তোমাকে প্রাণহীন করে চলেছে ইদানীং
সুকুমার ইচ্ছে, পরম আমন্ত্রণ
হারিয়ে ক্রমশ তুমি শৃঙ্খলে পরাধীন
বিশ্বাস রেখে চেষ্টায় নিজেকে সঁপে নিলে
অসম্ভবের অতীত কিছু নেই জানা আছে
পুনশ্চ: গানটি ফিনিশ ব্যান্ড পোয়েটস অফ দ্য ফলের (Poets of the Fall) Sleep গানটি থেকে অনুপ্রাণিত হয়ে। মূল গানের অংশ এই গানে লভ্য।
No comments:
Post a Comment