আঙুলের ভাঁজে লেগে থাকে হাওয়াপরশের পরিসমাপ্তি
দূরে তুহিনগ্রন্থে চিক চিক দিনের প্রতিভা ও শীতের ব্যাপ্তি
তার দিকে যতো মুখ তুলে চাওয়া হয়তো নিজেকে সামলানোর নৈপথ্য
অভ্যাসের বশে এখনো নখ কাঁটি যতো গ্লানি অভিযোগ শপথ ব্যর্থ
ডানদিকে জানলা খোলা তবু চক্রে আসে হাওয়া ও পাপ
ব্যথার সলতেয় যেমন বদলে যায় সংযম অথবা সন্তাপ
তবুও দিনের শেষে সব প্রেম এখনো সনাতন
হঠাৎ জলের অম্লে সাঁতরানো মীনের আস্ফালন
যে কম্পনে ভাঙে মুদ্রার চমক নীরবতার স্তম্ভ অথবা একলা বাতাস
সকল সফলতা সব ব্যর্থতার বর্শা অন্ধকারের দেয়ালে এক প্রয়াস
ভালোবেসে তাই কৃত্রিম বুদ্ধিমত্তার মতো এই ভয় এই টান
প্রপেলার আঘাতে চাপা পড়া নীলতিমির যতো জলের গান
No comments:
Post a Comment