লরার খোঁপায় বাঁধা আলো-ঝাঁকের কাছে; জানেন নিশ্চয়!
আমার নবীন জায়গীর প্রণয়।
হাতে রজনীগন্ধাদল - বুকের বাঁ পাশে সমকালীন সুখপক্ষী।
হেঁটে হেঁটে একা, পথ থেকে মনপথ
পৃথিবী আনন্দের পূর্ণাভ।
আমি বোধহয় ভাবছিলাম অবুঝপাথার, পাশে এসে
দাঁড়ায় রঙান্ধ বৃদ্ধ। রাস্তা পারাপারের আকুতি।
আমি অপরাগতা জানাই, আজ বায়ুপ্রবাহের উৎসব ষোলয়ানা ;
যেতে হবে দূরের যাত্রায়।
ধবল তুষার পেরিয়ে আমি লরার কাছে
উড়িউড়ি ভেসে যায় রেণু রেণু হৃদি-
তবু-ও যেন পাপবিদ্ধ; হাতের 'পরে পাপের অঙ্কুর।
লরা, তুমি আজ অর্স্পশিতই থাক,
শুদ্ধ হয়ে আবার আসব কালিডাঙা পাড়ে।
মূল পোস্ট: সামহয়্যার-ইন-ব্লগ
No comments:
Post a Comment