অন্তরণের সুনির্দিষ্ট সংজ্ঞা নেই;
মাঝরাতের সঙ্গমী নদী তাই
ঘুমিয়ে নেয় এক চিমটে দু'চিমটেই।
ভাসমান গর্ভগুলো ধারণ করে নিমগ্ন ভবিষ্যৎ,
আমাদের নাকের 'পরে বক-কাকের বসবাস
চোখ ঝলসে গেছে আমাদের, মাইয়োপিয়ার রোগী হয়ে গেছি
উন্নাসিক বিষণ্ণতায় কুঁজো হয়ে যায় বালিশের ছাদ।
---------------
ব্রোসার্ড
১৫ই সেপ্টেম্বর, ২০০৮
মাঝরাতের সঙ্গমী নদী তাই
ঘুমিয়ে নেয় এক চিমটে দু'চিমটেই।
ভাসমান গর্ভগুলো ধারণ করে নিমগ্ন ভবিষ্যৎ,
আমাদের নাকের 'পরে বক-কাকের বসবাস
চোখ ঝলসে গেছে আমাদের, মাইয়োপিয়ার রোগী হয়ে গেছি
উন্নাসিক বিষণ্ণতায় কুঁজো হয়ে যায় বালিশের ছাদ।
---------------
ব্রোসার্ড
১৫ই সেপ্টেম্বর, ২০০৮
No comments:
Post a Comment