সে আসে নি তো আকাশভাঙা বৃষ্টিবেলায়
আসবে হয়তো কোনো খামোখা ভাবনায়
বাড়বে সে বৃক্ষের সবুজ অধিকারে
চন্দ্রগ্রহণে-ও সে ঘুমচোরা জোছনা নিয়ে
আমার উঠোনে নিশ্চিত খেলা করে
প্রেমে অন্ধ হয়ে আমার নিশাচরী পাখির রৌদ্রতৃষ্ণা
বসন্তস্মৃতি সব ফিরে যাওয়া মানুষের মতো কুয়াশা
আসবে হয়তো কোনো খামোখা ভাবনায়
বাড়বে সে বৃক্ষের সবুজ অধিকারে
চন্দ্রগ্রহণে-ও সে ঘুমচোরা জোছনা নিয়ে
আমার উঠোনে নিশ্চিত খেলা করে
প্রেমে অন্ধ হয়ে আমার নিশাচরী পাখির রৌদ্রতৃষ্ণা
বসন্তস্মৃতি সব ফিরে যাওয়া মানুষের মতো কুয়াশা
মোমবাতি হারিকেনের নিভু নিভু আলো
আমার রঙিন অন্ধকারে ফুটে নি ভালো
হতাশার মাতামাতি দেবদারু ছায়ায়
অনেকক্ষণ দাঁড়িয়ে কার নাম মনে করে
শূন্যতার কাঁটা হাতে ঘরে ফেরা যায়
মোহনার আয়োজন ফুরিয়ে গেছে জলের অবহেলায়
শহর ডুবেছে ভিড়ে, কার্নিশে চড়ুইয়ের সন্ধ্যেডানায়
স্নিগ্ধ যে স্পর্শটান আমার তার মুঠোয়
মুক্তোর সহোদরা সেজে আছে
আমারই সে সারাবেলা থাকে না কেনো হায়
No comments:
Post a Comment