/https%3A%2F%2Fblueprint-api-production.s3.amazonaws.com%2Fuploads%2Fcard%2Fimage%2F906428%2F32b667d3-52c1-4a24-8ee0-e39c5aa27d96.png)
ছবির এই লোকগুলোকে চিনতে পারছেন? চিনতে না পারলে-ও মনে হয় না যে তারা মানুষ? দেখতে কিঞ্চিৎ মেক্সিকান কিংবা দক্ষিণ আমেরিকার কোনো দেশের নাগরিকের মতো মনে হয়, তাই না?
:no_upscale()/cdn.vox-cdn.com/uploads/chorus_asset/file/13631832/Screen_Shot_2018_12_17_at_3.32.40_PM.png)
আপনি যদি আগের প্রশ্নে হ্যাঁ উত্তর দিয়ে থাকেন তবে আপনি আসল মানুষের সাথে কম্পিউটার-সৃষ্ট মানুষের ছবির পার্থক্য ধরতে পারেন নি! উপরের ছবিগুলো কম্পিউটার, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এক অ্যালগরিদমের সৃষ্ট মানুষের ছবি, যাদের বাস্তবিক কোনো অস্তিত্ব নেই!