অভিগীতি: কেবা জানে মন খারাপের এইসব দুপুর মানে
যদিও মন ভালো নেই, মন ভালো নেই
চুলের ডানায় যেমনিচ্ছে উড়তে পারি
তবুও হাওয়া গুনি, হাওয়া গুনি সেই
রোদপাখির ডানায় ফাগুন আঁকড়ে ধরি
কেবা জানে মন খারাপের এইসব দুপুর মানে
মেঘমায়া ক্লাসরুমে চেয়ে থাকা তোমার পানে
ছকখড়ি অথবা তোমার আঙুলে
লিখতে পারো কাব্য খুশি-মতন
হাত বাড়িয়ে দেব নাকি কোলে
স্যারের ছড়ি অই আড়ালে যখন
যেবা বলবে চলো চলো ঘাসের উজানে
তাকে বলি ক্লাসরুমেই আছি স্বপ্নশরণে
জানি হারাবে দুঃখচুমে জীবনের প্রয়োজনে
তবুও বাজি রাখতে পারি, বাজি রাখতে পারি অলসতা
মানি দাঁড়াবে ছায়াভূমে আমার আলোড়নে
যদিও ফেরাবো না, গাইবো না মনের গানে দৃশ্যকথা
সে-বা তুমি পাবে না - মন ভালো করা ক্লাস পলায়নে
তোমার অভুল উচ্চারণে - মন খারাপের পাঠসূচি শুনে
৯/৩/২০১০
==================================
খুঁজে পেয়ে চেয়ে নিয়ে সুর দিয়েছেন রাহিন হায়দার। আমার লিরিকে তিনি আগে-ও একটি গান করেছিলেন 'অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়।'
এটি যৌথভাবে দ্বিতীয় কাজ।
কথা: আশরাফ মাহমুদ
শিল্পী, সুর ও সংগীত: রাহিন হায়দার।
============================
গানের প্রয়োজনে মূল লিরিকে পরিবর্তন করেছি ও কয়েকটি অংশ বাদ দেয়া হয়েছে। নতুন গীতিকথা নিচে দেয়া হলো:
যদিও মন ভালো নেই, মন ভালো নেই
চুলের ডানায় যেমন ইচ্ছে উড়তে পারি
তবুও হাওয়া গুনি, হাওয়া গুনি সেই
রোদপাখির ডানায় ফাগুন আঁকড়ে ধরি
কে বা জানে মন খারাপের এইসব দুপুর মানে
মেঘমায়া ক্লাসরুমে চেয়ে থাকা তোমার পানে
হয়তো তুমি জানবে না- মন ছড়ানো ক্লাস পলায়নে
বিষাদের ভুল উচ্চারণ- মন খারাপের পাঠ কে জানে
কাঠপেন্সিল অথবা তোমার আঙুলে
লিখতে পারো কাব্য ইচ্ছেমতন
যদি বলো চলো চলো ঘাসের উজানে
তাকে বলি এখানেই আছি স্বপ্নশরণে
জানি হারাবে দুঃখচুমে জীবনের প্রয়োজনে
মানি দাঁড়াবে ছায়াভূমে আমার আলোড়নে
তবুও বাজি রাখতে পারি অলসতা
ফেরাবো না, গাইবো না দৃশ্যকথা
==============================
যদিও মন ভালো নেই, মন ভালো নেই
চুলের ডানায় যেমনিচ্ছে উড়তে পারি
তবুও হাওয়া গুনি, হাওয়া গুনি সেই
রোদপাখির ডানায় ফাগুন আঁকড়ে ধরি
কেবা জানে মন খারাপের এইসব দুপুর মানে
মেঘমায়া ক্লাসরুমে চেয়ে থাকা তোমার পানে
ছকখড়ি অথবা তোমার আঙুলে
লিখতে পারো কাব্য খুশি-মতন
হাত বাড়িয়ে দেব নাকি কোলে
স্যারের ছড়ি অই আড়ালে যখন
যেবা বলবে চলো চলো ঘাসের উজানে
তাকে বলি ক্লাসরুমেই আছি স্বপ্নশরণে
জানি হারাবে দুঃখচুমে জীবনের প্রয়োজনে
তবুও বাজি রাখতে পারি, বাজি রাখতে পারি অলসতা
মানি দাঁড়াবে ছায়াভূমে আমার আলোড়নে
যদিও ফেরাবো না, গাইবো না মনের গানে দৃশ্যকথা
সে-বা তুমি পাবে না - মন ভালো করা ক্লাস পলায়নে
তোমার অভুল উচ্চারণে - মন খারাপের পাঠসূচি শুনে
৯/৩/২০১০
==================================
খুঁজে পেয়ে চেয়ে নিয়ে সুর দিয়েছেন রাহিন হায়দার। আমার লিরিকে তিনি আগে-ও একটি গান করেছিলেন 'অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়।'
এটি যৌথভাবে দ্বিতীয় কাজ।
কথা: আশরাফ মাহমুদ
শিল্পী, সুর ও সংগীত: রাহিন হায়দার।
============================
গানের প্রয়োজনে মূল লিরিকে পরিবর্তন করেছি ও কয়েকটি অংশ বাদ দেয়া হয়েছে। নতুন গীতিকথা নিচে দেয়া হলো:
যদিও মন ভালো নেই, মন ভালো নেই
চুলের ডানায় যেমন ইচ্ছে উড়তে পারি
তবুও হাওয়া গুনি, হাওয়া গুনি সেই
রোদপাখির ডানায় ফাগুন আঁকড়ে ধরি
কে বা জানে মন খারাপের এইসব দুপুর মানে
মেঘমায়া ক্লাসরুমে চেয়ে থাকা তোমার পানে
হয়তো তুমি জানবে না- মন ছড়ানো ক্লাস পলায়নে
বিষাদের ভুল উচ্চারণ- মন খারাপের পাঠ কে জানে
কাঠপেন্সিল অথবা তোমার আঙুলে
লিখতে পারো কাব্য ইচ্ছেমতন
যদি বলো চলো চলো ঘাসের উজানে
তাকে বলি এখানেই আছি স্বপ্নশরণে
জানি হারাবে দুঃখচুমে জীবনের প্রয়োজনে
মানি দাঁড়াবে ছায়াভূমে আমার আলোড়নে
তবুও বাজি রাখতে পারি অলসতা
ফেরাবো না, গাইবো না দৃশ্যকথা
==============================
No comments:
Post a Comment