এই ছবির বানর দুটোকে লক্ষ্য করেন। কোনো পার্থক্য চোখে পড়ে?

না পড়ার কথা, এরা একজন আরেকজনের ক্লোন বা প্রতিলিপি! একজনের নাম ঝং ঝং (Zhong Zhong) এবং আরেকজনের নাম হোয়া হোয়া (Hua Hua)।
এই প্রথম বিজ্ঞানিরা কোনো প্রাইমেট প্রজাতিকে ক্লোন করলো! চীনের সাংহাই প্রদেশের Institute of Neuroscience of Chinese Academy of Sciences গবেষণাসংস্থার বিজ্ঞানিরা এটি করতে সক্ষম হয়েছেন।