মিলিওনেয়ার হতে চান? একদম সোজা। ডলার বা টাকা জমাতে হবে কিংবা বিনিয়োগ করতে হবে। ছবিগুলো দেখেন, এগুলো অর্থ-সংক্রান্ত ব্লগার Zach (প্রথম দুটো ছবি) এবং Lyn Alden (তৃতীয় ছবিটি) এর বানানো।
প্রথম ছবিটি মতে, আপনি যদি বয়েস ২৫ বছর থেকে শুরু করে প্রতি বছর ২০০০ ডলার কিংবা টাকা জমান তবে ৭৭ বছরে মিলিওনেয়ার হয়ে যাবেন, কিন্তু ১০০০০ করে জমালে আপনার বয়েস ৫৫ বছরে এবং ২০০০০ করে জমালে বয়েস মাত্র ৪৭ বছরে মিলিওনেয়ার হয়ে যাবেন।
দ্বিতীয় ছবি মতে আপনার বয়েস যদি ত্রিশ হয়ে থাকে এবং প্রতি বছর যদি ২৪ হাজার করে জমিয়ে ব্যাংকে সুদে রাখতে পারেন তবে বয়েস পঞ্চাশ হলেই আপনি মিলিওনেয়ার হয়ে যাবেন।
তৃতীয় ছবিটি সবচেয়ে মজার এবং তথ্যসমৃদ্ধ। পঁচিশ বছর মেয়াদে কতো টাকা করে মাসে বিনিয়োগ করলে কতো শতাংশ করে লাভাংশ পেলে আপনি মিলিওনেয়ার হতে পারবেন তার ছক। যেমন, ৪% লাভাংশ অনুসারে ২৫ বছরে মিলিওনেয়ার হতে চাইলে আপনাকে মাসে তিন হাজার ডলার বা টাকা বিনিয়োগ করতে হবে।
এইসব ক্ষেত্রে যা দরকার তা হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারা। তবে মানুষ এবং অন্যান্য (প্রাইমেট) প্রাণীর মনোভাব হচ্ছে যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে তারা ঝুঁকি বা ঝুঁকির হারকে বেশি মনে করে, এটি মানুষের অন্যতম চিন্তাগত পক্ষপাত (cognitive bias)।
তাই আজ থেকেই জমানো বা বিনিয়োগ শুরু করে দেন।
No comments:
Post a Comment