এসো খড়ে সুঁই খুঁজি

Custom Search

Saturday, May 11, 2019

মানসিক স্বাস্থ্য উন্নয়নে প্রকৃতিতে সময় কাটান


মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য আপনি কী করতে রাজি? টাকা খরচ, অন্যত্র স্থানান্তরিত হওয়া, নতুন সম্পর্ক পাতানো? যদি বলি, খুব সাধারণ ব্যাপার, যেমন, প্রকৃতিতে সময় কাটালে আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে?


মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটে যদি আপনি প্রকৃতিতে সময় কাটান। প্রকৃতিতে সময় কাটানোর ফলে আপনার মনোযোগ ধরে রাখার সময় বাড়বে বা মনোযোগের বিস্তার (attention span) ঘটবে, এবং স্ব-শৃঙ্খলার উন্নয়ন ঘটবে, সাম্প্রতিক প্রকাশিত গবেষণার এক পর্যালোচনা মতে। বন, গাছগাছালি, ফুল, পাখি এইসব পরিবেষ্টিত পরিবেশে থাকলে মানুষের স্ট্রেস কমে এবং শারীরিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটে, এমনকি বিভিন্ন মানসিক ব্যাধি যেমন ডিপ্রেশন বা বিষণ্নতার রোগ, এডিএইচডি (ADHD) ইত্যাদি ব্যাধির উপসর্গগুলো কমে। এডিএসডি রোগের জন্য ডাক্তাররা অ্যাম্পেটামিন (amphetamine), রিটালিন (Ritalin) ইত্যাদি সাইকোস্টিমুলান্ট দিয়ে থাকেন রোগীদেরকে। এইসব ওষুধ এডিএসডি রোগে আক্রান্ত ব্যক্তির মনোযোগ বৃদ্ধি করে, অতিরিক্ত চঞ্চলতা কমায়; তবে এইসব ওষুধ অনেক ব্যয়বহুল, আসক্তির আশংকা থাকে, নিয়মিত গ্রহণ করতে হয়, এবং অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কিন্তু এইসব ওষুধের-ও সমপরিমাণ উপকার পাওয়া যায় প্রকৃতিতে সময় কাটিয়ে! 

এক গবেষণায় গবেষকরা দেখেছেন যে যেসব বাচ্চারা এডিএইচডি ব্যাধিতে আক্রান্ত তারা যদি উদ্যানে (পার্ক) ২০ মিনিট হাঁটা-চলাফেরা করে তবে তাদের উপসর্গগুলোর ওষুধ গ্রহণের সমান উন্নতি ঘটে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রাপ্ত উপাত্ত মতে, প্রকৃতিতে এই বিশ মিনিটের মতন হাঁটা-চলাফেরা করলে স্ট্রেস হরমোন কর্টিসল (Cortisol) এর পরিমাণ হ্রাস পায়। কর্টিসল হচ্ছে মানব দেহের অন্যতম স্ট্রেস হরমোন, আপনি যখন কোনো অপ্রত্যাশিত, বিপদজনক বা স্ট্রেসফুল (এমনকি সামাজিকভাবে) ঘটনা বা পরিস্থিতির সম্মুখীন হন তখন আপনার মস্তিষ্ক সংকেত প্রদান করে কর্টিসোল হরমোন নিঃসরণের জন্য; ফলে এই হরমোন আপনার হৃদপিণ্ড ও ফুসফুসের কার্য-হার বাড়িয়ে, রক্তসঞ্চালন বাড়িয়ে আপনাকে ঘটনা বা পরিস্থিতির জন্য প্রস্তুত করে। কিন্তু যদি এই হরমোন শরীরে দীর্ঘসময় ধরে উচ্চ পরিমাণে থাকে তবে আপনার মস্তিষ্কে স্নায়ুকোষদের মৃত্যু থেকে শুরু করে বিভিন্ন অঙ্গপ্রত্যাঙ্গ যেমন হৃদপিণ্ড, পেশী ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। তাই যখন বলা হয় যে প্রকৃতিতে সময় কাটালে কর্টিসোল হরমোন হ্রাস পায় তখন এটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী।

প্রকৃতিতে সময় কাটানোর আরেকটি অন্যতম উপকার হচ্ছে এটি আপনার শেখার হার বৃদ্ধি করে, এবং শিখতে সাহায্য করে। গবেষকরা ধারণা করছেন মনোযোগের বিস্তার ঘটিয়ে, শেখার ক্ষেত্রে ব্যক্তির আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি করে প্রকৃতি শিখতে সাহায্য করে।

এইসব ফলাফল একশের-ও বেশি সংখ্যক গবেষণার পর্যালোচনা থেকে প্রাপ্ত উপসংহার, এবং গবেষকরা বলছেন যে প্রকৃতিতে সময় কাটানোর সাথে এইসব ফলাফলগুলোর মূলত কারণ-এবং-প্রভাব (cause-and-effect) সম্পর্ক রয়েছে।

সবচেয়ে বড় কথা যেহেতু প্রকৃতিতে সময় কাটানো কোনো ব্যয়বহুল ব্যাপার নয়, এবং খুব সহজেই ব্যাপারটিকে প্রাত্যাহিক সময়সূচিতে অন্তর্ভুক্ত করা যায়- বিভিন্ন ইস্কুল প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থী ও কর্মচারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়ন কর্মসূচিতে এই ব্যাপারটি অন্তর্ভুক্ত করতে পারে। বিশেষ করে বাঙলাদেশের মতন দরিদ্র রাষ্ট্রের ক্ষেত্রে, যেখানে মানসিক স্বাস্থ্যসেবার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ খুবই কম, যেখানে যেকোনো ব্যক্তি বা শিক্ষাপ্রতিষ্ঠান প্রকৃতিতে সময় কাটানোর ব্যাপারটি অন্তর্ভুক্ত করতে পারে।  
তাহলে আর দেরি কি, এখনই বেড়িয়ে পড়ুন নিকটস্থ সবুজায়নে।

No comments:

Post a Comment

কী নিয়ে মাতামাতি...

13 Reasons Why (1) ADHD (1) Alzheimer's disease (1) Antibiotic Resistance (1) Anxiety (1) Autism (1) Brexit (1) Brief Answers to the Big Questions (10) Britain (1) Bruce Peninsula (1) Cades Cove Scenic Drive (1) Canada (2) Clingsman Dome (1) District 9 (1) Dopamine (1) Dyer's Bay (1) Federico Garcia Lorca (1) Fierté Montréal (2) Gaspé & Percé Rock (1) Global Warming (2) Great Smoky Mountains (2) Heatwave (1) Hemianopia (1) infographics (1) Instagram (104) International Balloon Festival (1) Interstate 77 (1) Lift (1) Links (1) Maple syrup boiling down (1) Maple syrup harvesting (1) Marconi Union (1) Mike Krath (1) Montmorency Falls (2) Montreal International Jazz Festival (1) Montreal Pride Parade (2) Mother Teresa (1) Movies (1) Music (2) Netflix (1) Niagara Falls (3) Nickelback (1) Nirvana (1) North Carolina (1) nutella (1) Photography (2) Photos (104) Poets of the Fall (2) Psychology (1) Rain storm in Montreal (1) Rape (1) Reading List (1) Saint-Remi (1) Samuel de Champlain Bridge (1) Sandra Crook (1) Schizophrenia (1) Sci-Fi (1) Sci-Hub (1) Shortest Sci-Fi (1) Smoky Mountains (1) Stephen Hawking (15) Sunshine 2007 (1) Tennessee (1) The Beatles (1) The Danish Girl (1) The Grand Design (8) The Handsome Family (1) Tobermory (1) Toronto (2) Transexualism (1) True Detective (1) Tyrannosaurus rex (1) Wallingford Back Mine – Mulgrave et Derry (1) West Island (1) Womenchapter (1) অটিজম (3) অটোয়া (1) অণুগল্প (7) অনুবাদ (17) অভিগীতি (12) অভিলিপি (9) অর্থনীতি (2) অ্যালকোহল (1) আইন ও বিচারব্যবস্থা (1) আইসিস (2) আচরণগত স্নায়ুবিজ্ঞান (1) আত্মহত্যা (2) আলঝেইমারের রোগ (3) আলোকচিত্র (6) আলোকবাজি (9) ইচ্ছেকথা (3) ইন্সটাগ্রাম (104) উইমেন-চ্যাপ্টার (1) উদ্বেগ (1) উবার (1) একুশে বইমেলা (1) এন্টিবায়োটিক প্রতিরোধ (1) এম-তত্ত্ব (5) কবিতা (95) কম্পিউটার বিজ্ঞান (1) করোনাভাইরাস (6) কলাম (5) কানাডা (4) কাব্যালোচনা (2) কাসেম বিন আবুবাকার (1) কিশোরতোষ (1) কৃত্রিম বুদ্ধিমত্তা (1) কৃষ্ণগহ্বর (1) কোভিড-১৯ (8) ক্যান্সার (1) ক্রসফায়ার (1) ক্লোনিং (1) খাদ্যব্যবস্থা (1) গণতন্ত্র (1) গবেষণা (1) গবেষণাপত্র (1) গর্ভপাত (1) গল্প (8) গাঁজা (1) গান (17) গুজব (1) গ্যাব্রিয়েলা মিস্ট্রাল (1) চলচ্চিত্র (4) ছড়া (5) ছবি (104) ছোটগল্প (5) জঙ্গিবাদ (1) জনস্বাস্থ্য (2) জিকা ভাইরাস (1) জীববিজ্ঞান (1) জীবাণু (1) ট্রান্সসেক্সুয়াল (1) ট্রান্সসেক্সুয়ালিজম (1) ডাইনোসর (1) ডাউনলোড (1) ডোপামিন (1) তাপমাত্রা (1) তিল-গপ্পো (17) তুষার দত্ত (2) তেজস্ক্রিয়তা চিকিৎসা (1) দূরবীন (2) দৃষ্টিশক্তি (1) ধর্ম (3) ধর্ষণ (2) নায়াগ্রা ফলস জলপ্রপাত (1) নারী (3) নারী স্বাধীনতা (1) নুটেলা (1) নৈতিকতা (1) পরিবেশ (1) পাঁচমিশালী (1) পাঠসূচি (1) পাম তেল (1) পাহাড় (1) পুস্তক (1) পেডোফিলিয়া (1) প্রকৃতি (1) প্রবন্ধ (2) প্রবাস (2) প্রাইমেট (1) ফটোগ্রাফী (1) ফেসবুক (1) ফ্রান্স (1) বই (2) বড় প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর (10) বয়ঃসন্ধি (1) বর্ণবাদ (1) বাঙলাদেশ (18) বাবা (1) বাংলাদেশ (1) বিজ্ঞপ্তি (1) বিজ্ঞান (13) বিটলস (1) বিষণ্নতা (3) বুরকিনি (1) বৈজ্ঞানিক কল্পকাহিনি (7) বৈশ্বিক উষ্ণতা (1) ব্যক্তিত্ব (1) ব্যথা (1) ভাইটামিন ডি (1) ভাইরাস (1) ভালোবাসা (1) ভুয়া খবর (1) ভেন্টিলেটর (1) ভ্রমণ (3) মনস্তত্ত্ব (1) মনোবিজ্ঞান (19) মন্ট্রিয়াল (1) মন্ট্রিয়াল আন্তর্জাতিক জ্যাজ উৎসব (2) মস্তিষ্ক ক্যান্সার (1) মহিমান্বিত নকশা (3) মাদক (1) মাদকাসত্তি (2) মাদার তেরেসা (1) মানসিক স্বাস্থ্য (5) মুক্তগদ্য (3) মুক্তচিন্তা (3) মুক্তিযুদ্ধ (3) মৌলবাদ (1) যাপিত জীবন (2) যুগান্তর পত্রিকা (1) যৌনতা (1) রাজনীতি (1) রামপাল বিদ্যুৎ প্রকল্প (3) রূপান্তরকাম (1) রৌদ্রস্নান (1) লিওনার্ড ম্লোডিনো (5) লিংক (2) লিঙ্গরূপান্তর (1) লিঙ্গরূপান্তরকারী (1) লিথিয়াম (1) লিফট (1) শিক্ষাব্যবস্থা (1) শিশুতোষ (3) সংগীত (3) সন্ত্রাসবাদ (1) সংবাদমাধ্যম (1) সময়ভ্রমণ (1) সমালোচনা (1) সর্দিগর্মি (1) সানশাইন (1) সামাজিক দূরত্ব (1) সাম্প্রতিক দেখা চলচ্চিত্র (1) সার্স-কোভ-২ ভাইরাস (4) সাহিত্য (4) স্কিৎসোফ্রেনিয়া (1) স্টিফেন হকিং (16) স্ট্রোক (1) স্নায়ুবিজ্ঞান (12) স্নায়ুবিষ (1) স্বাস্থ্যসেবা (1) হলুদ (1)
রোদের অসুখ © 2008 Por *Templates para Você*