১
তুমি পাহাড় ভালোবাসো খুব। আমি-ও। যেহেতু আমরা অন্তর্মুখী
মানুষ-মানুষী।
২
Journal of Research in Personality নামক জার্নালে
“Personality and Geography: Introverts
Prefer Mountains” শিরোনামে অদ্ভুত
একটি গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা গেছে যে আমেরিকার
যুক্ত্ররাষ্ট্রের যেসব স্টেইট পাহাড়ি সেইসব স্টেইটের মানুষজন যেসব স্টেইট সমতল
সেইসব স্টেইটের মানুষের চেয়ে বেশি অন্তর্মুখী (introvert) হয়ে থাকে। ভূগোল এবং ব্যক্তিত্বের
মধ্যকার এই সম্পর্কের কথা পড়ে অদ্ভুত লাগলো।
৩
লেখচিত্রটি লক্ষ্য করুন: লেখচিত্রের বাম দিকের স্টেইটগুলো ডান দিকের স্টেইটগুলোর চেয়ে সমতলী; লেখচিত্রের নিচের দিকে স্টেইটগুলোতে উপরের দিকের স্টেইটগুলোর তুলনায় বেশি অন্তর্মুখী মানুষ বসবাস করে। অর্থাৎ, আলাস্কা, যেটি সবচেয়ে বেশি পাহাড়ি স্টেইট সেটিতে সবচেয়ে বেশি অন্তর্মুখী মানুষ বসবাস করে! অন্যদিকে, উত্তর ডাকোটা (নর্থ ডকোটা) হচ্ছে আমেরিকার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বহির্মুখী (extrovert) মানুষ বসবাসকারী স্টেইট এবং এটি অন্যতম সমতলী স্টেইট। উইসকনসিন এবং ওয়াশিংটন ডি সি-ও সমতলী স্টেইট এবং বহির্মুখী মানুষ বসবাসকারী স্টেইট।
৪
মূল গবেষণাটি এখানে
পড়তে পারেন। গবেষকরা আর-ও চারটি গবেষণা থেকে আর-ও কিছু আগ্রহোদ্দীপক ব্যাপার
জানতে পেরেছেন। যেমন- পর্বতপ্রেমিরা সমুদ্রপ্রেমিদের তুলনায় বেশি অন্তর্মুখী হয়ে
থাকে। মানুষ পাহাড়ের চেয়ে সমুদ্র বেশি পছন্দ করে যখন তারা অন্যের সাথে মেলামেশা বা
আড্ডা দিতে চায়, কিন্তু একাকি সময় কাটানোর ক্ষেত্রে সমুদ্র ও পাহাড় দুই সমান পছন্দ
করে।
অন্য আরেকটি গবেষণায় তারা দেখেন যে অন্তর্মুখী শিক্ষার্থীরা
(গবেষণার অংশগ্রহণকারীরা) পাহাড়ি বা পাহাড় সংক্রান্ত ছবি বেশি পছন্দ করে, এবং
বহির্মুখী স্বভাবের শিক্ষার্থীরা সমুদ্র বা সৈকত বিষয়ক ছবি পছন্দ করে। গবেষকরা বের
করেন যে এর কারণ হচ্ছে বহির্মুখী শিক্ষার্থীরা মনে করে যে সমুদ্রের তুলনায় পাহাড়ে
মজা করতে বা মজা পেতে হলে বেশি কাজ করতে হবে, তাই তারা সমুদ্র বা সৈকতকে প্রাধান্য
দেয়!
সর্বশেষে গবেষকরা এইসব কোরিলেশনাল তথ্যের পাশাপাশি
পরীক্ষামূলকভাবে নির্ণয় করার চেষ্টা করেন ভূগোল ও ব্যক্তিত্বের মধ্যকার এই
সম্পর্ক। তারা গবেষণায় অংশগ্রহণকারীদের একটি সমতল এলাকা, খোলা এলাকা বা নির্জন
এলাকা, এবং বনময় এলাকায় পাঠান। তারা দেখেন যে কী ধরণের ভূখণ্ডে আছে সেটি
অংশগ্রহণকারীদের বেশি অন্তর্মুখী (অথবা বহির্মুখী) না করে তুললে-ও অন্তর্মুখী
অংশগ্রহণকারীরা সমতল/খোলা এলাকা থেকে নির্জন এলাকায় বেশি সুখী বোধ করে, যা ব্যক্তি-পরিবেশ
ফিট অনুজ্ঞার (person–environment fit
hypothesis; ব্যক্তির বিভিন্ন চারিত্রিক ও শারীরিক বৈশিষ্ট্যের সাথে
পরিবেশের বিভিন্ন উপাদান ও বৈশিষ্ট্যের মিল ও সামঞ্জস্য কতোটুকু ইত্যাদি) সাথে
সামঞ্জস্যপূর্ণ।
৫
আমরা পাহাড় না সমতলে থাকি সেটি আমাদের ব্যক্তিত্বকে হয়তো প্রভাবিত করে না, আমাদের ব্যক্তিত্ব হয়তো আমাদের উৎসাহ জাগায় কিংবা প্ররোচিত করে পাহাড় কিংবা সমতলে গিয়ে বসবাস করতে? কী আচরণের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে, জন্মগত না প্রতিপালন- মনোবিজ্ঞানের চিরন্তন সেই বিতর্কের
কথা মনে পড়ে যায়।
No comments:
Post a Comment