মন্ট্রিয়ালের আন্তর্জাতিক জ্যাজ উৎসব নিয়ে আমি পূর্বে একটি লেখা লিখেছিলাম। প্রতিবছর জুন জুলাইয়ে এখানে আন্তর্জাতিক জ্যাজ উৎসব হয়, ল্যাটিন আমেরিকার দেশগুলো, জ্যামাইকা, আমেরিকার যুক্তরাষ্ট্র, সর্বোপরি সারা পৃথিবী থেকে আসা জ্যাজ সংগীত শিল্পী ও পিপাসুদের নিয়ে বিশাল আয়োজন। আমি মূলত রক, মেটাল ঘরনার গান শুনি, জ্যাজের প্রতি ভালোবাসা জন্মেছিলো অনেক বছর আগে এই উৎসবে এসে। এবার যাওয়া হলো মাত্র একবার, ছবি তোলা-ও হয়নি তেমন (গান শুনবো না ছবি তুলবো?)।
শিল্পীদের মুখ
রাতে আসার পথে এক গির্জা পড়লো। গির্জা, মসজিদ ইত্যাদি ধর্মীয় প্রার্থনালয় কিংবা স্থাপনার কারুকাজ আমার চমৎকার লাগে।
আলোর নাচন
"তুমি কেমন করে গান কর হে গুণী?"
কোরাস
শিল্পীদের মুখ
রাতে আসার পথে এক গির্জা পড়লো। গির্জা, মসজিদ ইত্যাদি ধর্মীয় প্রার্থনালয় কিংবা স্থাপনার কারুকাজ আমার চমৎকার লাগে।
আলোর নাচন
"তুমি কেমন করে গান কর হে গুণী?"
কোরাস
No comments:
Post a Comment