উল্লাসিত জলে পাহাড় ঢলে
চাপাতার বনে কিংবদন্তি।
মেঘ-বৈয়াম আগলে রাখে
উড্ডয়নের অবসাদ।
প্রবর খরগোশের লোম কুড়িয়ে
ঘরে আসে ভীষণ ছায়া;
শূন্যতার আড়ম্বর।
ছুঁয়ে ছুঁয়ে।
হাড়ের বনের কথা বলে নিত্যতা,
ঈগলের রথ প্রগলভ খুবলে নিয়ে যায় শিশুর খেলনা;
কামিনীফুলের পাশে আমাদের কান্না বাড়ে।
কামিনীফুলের পাশে আমাদের কান্না বাড়ে।
নাসপাতি ফলনে নৈপথ্য যদি কান্নার জিজ্ঞাসা;
সাবওয়ে প্রবেশের আগে এখনো এক থোকা আকাশ দেখি।
প্রবঞ্চক:
আমি আমার নিজকে হত্যা করতে চেয়েছি,
রৌদ্রের ক্ষেতে যত্নে বুনে দিই মহাকালের হিউমাস।
২৭/৭/২০০৯
[পরিবর্তিত]
চাপাতার বনে কিংবদন্তি।
মেঘ-বৈয়াম আগলে রাখে
উড্ডয়নের অবসাদ।
প্রবর খরগোশের লোম কুড়িয়ে
ঘরে আসে ভীষণ ছায়া;
শূন্যতার আড়ম্বর।
ছুঁয়ে ছুঁয়ে।
হাড়ের বনের কথা বলে নিত্যতা,
ঈগলের রথ প্রগলভ খুবলে নিয়ে যায় শিশুর খেলনা;
কামিনীফুলের পাশে আমাদের কান্না বাড়ে।
কামিনীফুলের পাশে আমাদের কান্না বাড়ে।
নাসপাতি ফলনে নৈপথ্য যদি কান্নার জিজ্ঞাসা;
সাবওয়ে প্রবেশের আগে এখনো এক থোকা আকাশ দেখি।
প্রবঞ্চক:
আমি আমার নিজকে হত্যা করতে চেয়েছি,
রৌদ্রের ক্ষেতে যত্নে বুনে দিই মহাকালের হিউমাস।
২৭/৭/২০০৯
[পরিবর্তিত]
No comments:
Post a Comment