১৩.৭ বিলিয়ন বছর আগে। অথচ সময় নেই! আলো ও অন্ধকার যুগপৎ।
শুরু হয়ে গেছে মহাবিস্ফোরণ। ১*১০^-৯৯.৯৯ সেকেন্ড। এর আগে যাওয়ার সাধ্য নেই আমার। বিবর্তন ও আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার সমস্ত সূত্র ভেঙে পড়বে। আমি-ও ছাই হয়ে যাবো। যদি যাওয়া যেতো...যদি! ঈশ্বরকে কবজা করে ফেলতাম।
নক নক।
ঈশ্বর: বোকা।
আমি: না। বোকা নই। এই যাত্রা বেঁচে গেলেন।
ঈশ্বর: বেঁচে যাই নি। নিজেকে রক্ষা করেছি কেবল। জানি, সময়ের আগে কোনো মানবসন্তানকে যেতে দিলে আমার অস্তিত্ব বিপন্ন হতো। তাই আমি সুযোগ রেখেছি, সামর্থ্য দিই নি।
আমি: আমাকে দেখা দিন। অদৃষ্টে কথা বলতে ভালো লাগছে না।
ঈশ্বর: আমি তো সমস্তই। আমি একক নই। সমষ্টি। বলা যেতে পারে সমষ্টিগত বুদ্ধিমত্তা। অনেকটা একটি পদার্থ পরমাণুর মতো। কোয়ার্ক, মেসন কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন- যা-ই নামকরণ করো না কেনো একক অস্তিত্ব টিকে থাকতে পারে না, বরং সমষ্টিগতভাবে একটি পরমাণু। আমি সর্বময়। মঙ্গলম।
আমি: আপনি সর্বেসর্বা নন। নিজেকে আপনি ধ্বংস করতে পারবেন না! আমি নিজেকে হত্যা করতে পারবো।
ঈশ্বর: এইসব যুক্তির ভুল চক্র।
আমি: না, এবং আপনি-ও আপনার আগে সময়-ভ্রমণে যেতে পারবেন না। আপনি-ও সীমাবদ্ধ!
ঈশ্বর: বেশি কথা বলো। ধরো, আমি একটি গুটি পাল্টালাম। ছক পাল্টে তোমার ফেলে আসা প্রেমিকা অন্য কারো কাছে সঁপে দিলো।
আমি: না, আপনি করতে পারেন না। আমি ঠিকই ফিরো যাবো আমার সময়ে।
ঈশ্বর: পারি। যেহেতু তুমি অতীতে এসে সূক্ষ্ম পরিবর্তন করছো তুমি মূলত সমান্তরাল মহাবিশ্বে ফিরে যাবে, অতীতে আসতে পারবে, অবলোকন করতে পারবে, কিন্তু পাল্টালে তুমি অন্য সমান্তরাল মহাবিশ্বে ঘটাচ্ছো।
আমি: সে আমি জানি। আমি শুধু আবদার করছি আপনি আমাকে নিজের মতো থাকতে দিন। আমি ভবিষ্যতে ফিরে যেতে চাই।
ঈশ্বর: ভবিষ্যৎ বলে কিছু নেই। প্রকৃত প্রস্তাবে ভবিষ্যত মূলত আগামী বর্তমান! আমি তোমাকে আত্মমগ্ন হতে দেবো। তার আগে একটি খেলায় অংশগ্রহণ করবে। গোলকধাঁধার খেলা। তুমি আমাকে প্রচার করবে। নিজের স্বার্থ উদ্ধার হবে, আবার আমার পরিকল্পনা-ও ঠিক থাকবে।
আমি: কী সে আপনার পরিকল্পনা?
ঈশ্বর: বলা যাবে না। তুমি ধর্ম প্রচার করবে। তোমার ইচ্ছেখুশি, তবে মানুষকে যদি খাওয়াতে চাও তবে কিছু যুক্তি ও মধু রেখো। তুমি আমার নির্দেশনায় চলবে, বিনিময়ে তুমি ক্রমে ১৩.৭ বিলিয়ন বছর পরে ফিরে যেতে পারবে। তোমার প্রেমিকা, পরিবার সমস্তের কাছে। তবে তুমি শূন্য থেকে শুরু করবে। মহাবিস্ফোরণ হচ্ছে। ক্রমে তাপমাত্রা কমে গ্যালাক্সি সৃষ্টি হবে, হবে নক্ষত্র, নক্ষত্রজগত, গ্রহ, তোমার পৃথিবী।
আমি: আমি এখনই ফিরে যেতে চাই।
ঈশ্বর: পারবে না। তুমি অতীতে এসে ভুল করেছো। তার মাসুল দাও।
আমি: আপনি কেনো আমাকে দাবার গুটি বানাচ্ছেন। আমি নিজেই তো নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন!
ঈশ্বর: ঈশ্বর নিজের কাজ করিয়ে নিতে পছন্দ করে। তাছাড়া, এখন আমার ছুটি চলছে। অবসরে মাথা ঘামাতে ইচ্ছে করছে না।
আমি সময়-মেশিনের চালকের আসনে অসহায় বসে রইলাম। একটু পরেই আমি চূর্ণ হয়ে যাবো। আবার ১৩.৭ বিলিয়ন বছর পরে ফিরে যেতে পারবো। আমার মনে পড়তে লাগলো দিশার মুখ, আলতো নাক, মুচকি হাসি, অপরাজিতা রঙের চোখ। আমি ঈশ্বরের দিকে তাকালাম। আমি আসলে কাকে বেশি ভালোবাসি!
No comments:
Post a Comment